চুনারুঘাটে ইসলামী ব্যাংকের ৩৯১ তম শাখা উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৫ PM, ০৩ নভেম্বর ২০২২

Spread the love
মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩৯১ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
৩ নভেম্বর বৃহস্পতিবার  সকাল ১১ ঘটিকায় উক্ত উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর থেকে এন্ড সিইও মুহাম্মদ মনিরুল মওলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্হাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খান, ইসলামী ব্যাংকের চুনারুঘাট শাখা ব্যবস্হাপক আবু সাদাত মওদুদ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকেট এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান। সম্মানীত গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক ফজলুর রহমান, প্রধান শিক্ষিকা মোছা তৈয়বা খাতুন,ছিদ্দিকুর রহমান, হৃদয় রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সাংবাদিক ফোরাম সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,সাংবাদিক আব্দুল জাহির মিয়া, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী ,আব্দুল আহাদ সহ চুনারুঘাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের  গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সকল বক্তাগন বলেন দ্বীর্ঘ দিনের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরন হলো। ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষের একটা আস্তা ও বিশ্বাসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এ ব্যাংক পেয়ে চুনারুঘাটের মানুষ ভেজায় খুশি।
শেষে মোনাজাত পরিচালনা করেন চুনারুঘাট শামসুল উলুম টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আলী।

আপনার মতামত লিখুন :