চা শ্রমিকদেরকে উপর অবিচার করা হচ্ছে-সৈয়দ খলিলুর রহমান
আজিজুল হক সানু; হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, চা শ্রমিকদের উপর অবিচার করা হচ্ছে। শুধু তা-ই নয়- অমানবিক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনও করা হচ্ছে। এটি কোনভাবে মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, শ্রমিকদেরকে ঘামের বিনিময় বড় বড় বাড়ি আর দামী গাড়ী করা হবে আর শ্রমিকদেরকে মজুরি প্রদানে কারচুপি করা খুবই দুঃখজনক। তবেঁ ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে চায়ের ব্যবসা বন্ধ করে দিতে হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে,বকুল সবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাধা রামের পরিচালনায় কামাইছড়ায় চা শ্রমিকদেরকে দাবী আদায়ের আন্দোলনে প্রধান অতিথি হিসেবে সহানুভূতি দেখাতে গিয়ে তিনি ওইসব কথা বলেন।

