চার চোখ ও দুই মাথাবিশিষ্ট বাছুরের জন্ম
কুড়িগ্রাম প্রতিনিধি;
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের খলিলগঞ্জ এলাকায় দুই মাথা ও চার চোখবিশিষ্ট একটি অস্বাভাবিক বকনা বাছুর প্রসব করেছে একটি গাভি।
রোববার (১০জানুয়ারী) সকালে এই অস্বাভাবিক আকৃতির বকনা বাছুরটি প্রসব করে।
বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, অদ্ভুত আকৃতির বাছুরটি দেখতে ওই বাড়িতে বিপুল সংখ্যক উৎসুক মানুষেরা ভীড় করছে। খবরটি শোনার পর তিনি নিজেও ওই বাড়িতে গিয়ে বাছুরটি দেখে এসেছেন।
গাভীটি পালনকারী শাহেদা বেগম জানান, চার বছর আগে উন্নত জাতের ষাঁড়ের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীটির জন্ম হয়েছিল। পরবর্তীতে ওই গাভীটি বড় হলে উন্নত জাতের ষাঁড়ের সিমেন্ট দিয়ে কৃত্রিমভাবে গর্ভধারণ করানো হয়। এর ৮ মাস ২৩ দিন পর রোববার সকালে ওই অস্বাভাবিক আকৃতির বকনা বাছুরটি প্রসব করেছে।
এ বিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, জন্মগত ত্রুটির কারণে এ ধরণের আকৃতির বকনা বাছুরটির জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাছুরটিকে শাল দুধ খাওয়ানো হচ্ছে। এছাড়া বাছুরটি নড়াচড়া করলেও চলাফেরা এমনকি উঠে দাঁড়াতে পারছে না। খুব দুর্বল। রোববার রাত ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাছুরটি ওই অবস্থায় রয়েছে।

