চলন্ত মোটরসাইকেল থেকে টিকটকের ভিডিও করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৭ PM, ১০ অগাস্ট ২০২২

Spread the love

যশোর প্রতিনিধি;

যশোরে চলন্ত মোটরসাইকেল থেকে ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনায় ইসমাইল হোসেন ও আল আমিন নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার বিকেলে যশোর শহরের ঢাকা রোড ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল শহরের সিটি কলেজ পাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে এবং আল আমিন শহরের বারান্দিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে চালাতে ইসমাইল হোসেন ও আল আমিন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় সামনের দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়।

কোতোয়ালি থানার এস আই তুহিন বাওয়ালী জানান, চালকসহ দুইজন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে একজন ঘটনাস্থলেই ও অন্যজন হাসপাতালে মারা গেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মোটরসাইকেল চালক সুস্থ আছেন।

আপনার মতামত লিখুন :