চট্টগ্রাম বন্দর লীজ বাতিলের দাবির কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ
স্টাফ রিপোর্টার;
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে ও লীজ বাতিলের দাবিতে বামপন্থীদের কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গাইবান্ধা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি জেলা কমিটি।
বৃহস্পতিবার পুলিশের হামলায় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ক্বাফী রতন, কেন্দ্রীয় নেতা শ্রমিক নেতা কাজী রুহুল আমিনসহ বিভিন্ন দলের ও ছাত্র সংগঠনের নেতারা আহত হন।
এর প্রতিবাদে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিপিবি কার্যালয়ে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, সহকারি সাধারণ সম্পাদক মিতা হাসান প্রমুখ।
বক্তারা অবিলম্বে চট্টগ্রাম বন্দরের লীজ চুক্তি বাতিলের দাবি জানান এবং ঢাকার কর্মসূচিতে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

