ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন; ইভিএমে ভোট প্রদানের পদ্ধতি জানাতে মাঠে নির্বাচন কমিশন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৬ AM, ২৭ অক্টোবর ২০২১

Spread the love

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচন ব্যালটের পরিবর্তে অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে। এই এলাকার মানুষ প্রথম বারের মত পরিচিত হবে এই আধুনিক ও সহজ ভোট প্রদান যন্ত্রের সাথে।

আর তাই ইভিএমে ভোট প্রদানের সহজ পদ্ধতি ভোটারদেরকে জানাতে ডিজিটাল প্রচারণা শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষে এই প্রচারণা চালাচ্ছেন নির্বাচন অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে এই কার্যক্রম শুরু করে রিটানিং ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়। পরে রাতে প্রচারণার সার্বিক বিষয় দেখতে পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম, মাহমুদুল হাসান এবং সহকারী রিটানিং কর্মকর্তা শাহজাহান মানিক।

প্রচারণায় বাদ্যযন্ত্রের মাধ্যমে ঢাকঢোল পিটিয়ে সাধারণ নাগরিকদেরকে একত্রিত করছে তারা। পরে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ইভিএমে ভোট প্রদানের সহজ পদ্ধতি দেখানো হচ্ছে।

সহকারী রিটানিং কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, ইভিএমে ভোট প্রদান খুবই সহজ। যেকোন ভোটার নিজের ফিঙ্গার দেওয়ার পর মাত্র দুটি বোতামের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

যেহেতু এই এলাকার ভোটাররা প্রথম বারের মত ইভিএমে ভোট প্রদান করবে, তাই এই যন্ত্রের মাধ্যমে ভোট প্রদানের সহজ উপায় তাদেরকে জানাতে আমরা প্রচারণা শুরু করেছি। পাশাপাশি ইভিএমে ভোট প্রদানের পদ্ধতি সম্বলিত লিফলেট আমরা ভোটারদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। বুধবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এই কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন :