ঘোড়াঘাটে মাদক সাম্রাজ্ঞী হুরি আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪০ AM, ২২ ফেব্রুয়ারী ২০২২

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাদক সম্রাজ্ঞী হুরি বেগম (৩৪) কে আটক করেছে পুলিশ। তার কাছে থেকে জব্দ করা হয়েছে হেরোইন, ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক সেবনের সরঞ্জাম।

সোমবার (২১ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার কানাগাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে হুরিকে আটক করে পুলিশ।

আটক মাদক সম্রাজ্ঞী হুরি বেগম দিনাজপুরের ঘোড়াঘাট  উপজেলার কলাবাড়ী-ভেলাইন গ্রামের মোস্তাকিন মিয়ার স্ত্রী।

এ ঘটনায় উপ-পরিদর্শক দুলু মিয়া বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। তিনি বলেন, মাদক ব্যবসায়ী সাদ্দামের বাড়িতে আমরা উপস্থিত হলে, সাদ্দাম আমাদের উপস্থিতি বুঝতে কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে আমরা হুরি বেগমকে আটক করি। তার কাছে থেকে ৪ শত ৫ পিছ টাপেন্টাডল ট্যাবলেট, ১০ পিছ ইয়াবা এবং ৩ গ্রাম হেরোইন সহ মাদক সেবনের কাজে ব্যবহারিত ফয়েল পেপারের একটি রোল জব্দ করি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, গ্রেফতার হুরি বেগমের কাছে থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের মাদক জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মাদকের জগৎপতি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বেরও একটি মাদক মামলা বিচারাধীন আছে। গ্রেফতার আসামীকে মঙ্গলবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আরো এক আসামীকে গ্রেফতারে অভিযান চলমান আছে।

আপনার মতামত লিখুন :