ঘোড়াঘাটে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১২ AM, ২৩ মে ২০২২

Spread the love

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ মে) ঘোড়াঘাট পৌর এলাকার বাসস্ট্যান্ড, আজাদমোড় এবং পুরাতন বাজারে
বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। অভিযানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিল্পব কুমার দে এবং ভেটেরিনারী সার্জন ডা. রুমানা আক্তার রোমি উপস্থিত ছিলেন।

এসময় গো-খাদ্যের দাম বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি রাখায় বাসস্ট্যান্ড এলাকার আনিসুর রহমানের মালিকানাধীন রোশনী ট্রেডার্সকে ২০ হাজার এবং গোডাউনে অগোছালো ভাবে মালামাল রাখা ও ক্রয়-বিক্রয়ের রশিদে সমন্বয় না থাকায় আজাদমোড়ের শফিকুল ইসলামের মালিকানাধীন পাঁচ ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করে।

এছাড়াও পুরাতন বাজার এলাকায় মেয়াদউত্তীর্ণ খাবার রাখায় এবং পণ্যের গায়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় পৃথক দুটি মুদিখানার দোকানদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, গোখাদ্যের মূল্যে পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কিছু দোকানদার লোক বুঝে বিভিন্ন ব্যক্তির কাছে বাজার দরের চেয়ে ১০০ থেকে ২০০ টাকা বেশি মূল্যে মালামাল বিক্রয় করেছে। আমরা ঘোড়াঘাট পৌর এলাকায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের বাজার মনিটরিং অভিযান নিয়মিত চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :