ঘোড়াঘাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
‘মানবতার টানে, ভয় নেই রক্ত দানে’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরিক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ফেসবুক গ্রুপ ‘ব্লাড ফাইটারস্ ঘোড়াঘাট’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন রােববার (২৮ মার্চ) দিন ব্যাপী ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্যাম্পেইনের আয়োজন করে। কেসি পাইলট স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনূছ আলী মন্ডল এবং অধ্যক্ষ লুৎফর রহমান সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বাস্থ্য পরিক্ষা করা হয়। পাশাপাশি টিএমএসএস এর সহযোগীতায় প্রসূতি নারীদের স্বাস্থ্য পরিক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। এতে স্কুল শিক্ষার্থী সহ নানা বয়সের প্রায় ২ শতাধিক ব্যক্তি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরিক্ষা করেন।
‘ব্লাড ফাইটারস্ ঘোড়াঘাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের বেশ কয়েকজন সদস্য জানান, তাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। তারা এই ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করছে। পাশাপাশি সকলের ডাটাবেজ সংরক্ষণ করছে। যাতে করে যেকোন মুহুত্বে আরো রক্তের প্রয়োজন হলে, তারা ডোনারের সাথে রক্ত গ্রহীতার সংযোগ স্থাপন করে দিতে পারে। বিগত দিনেও তারা ঘোড়াঘাট পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘মানবতার দেয়ার’ স্থাপন করেছে। যেখান যে কেও তাদের অপ্রয়োজনীয় কাপড় চোপড় ঝুঁলিয়ে রাখতে পারে এবং যাদের প্রয়োজন তারা কাপড় সংগ্রহ করতে পারবে।
তারা আরো বলেন, তাদের অধিকাংশই সদস্যই শিক্ষার্থী। নিজেদের ব্যক্তিগত অর্থায়নে যারা সামাজিক কাজ গুলো পরিচালনা করছে। নিজেদের অর্থায়নের বাইরে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা থেকে আর্থিক সহায়তা পেলে তারা আরো ভালো কিছু করতে পারবে।

