ঘোড়াঘাটে বিনামূল্যে করোনার ভ্যাকসিন গ্রহণের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৩ AM, ১৪ অগাস্ট ২০২১

Spread the love

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ‘আজাদমোড় সমাজসেবা সংগঠন’। শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে এই কার্যক্রমের উদে¦াধন করে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক এই সংগঠনটি।

গত সপ্তাহে সারা দেশে গণহারে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে সরকার। পাশাপাশি টিকা গ্রহণে জনগণকে সচেতন করতে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা-সংগঠন। গণহারে টিকা প্রদান কার্যক্রম শুরু হবার থেকেই ঘোড়াঘাট পৌর এলাকার কম্পিউটারের দোকান গুলোতে ভিড় বেড়েছে ভ্যাকসিন গ্রহণে আগ্রহী ব্যক্তিদের। অনলাইনে নিবন্ধন করতে ভ্যাকসিন গ্রহণে আগ্রহী ব্যক্তিদেরকে গুণতে হচ্ছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

আর তাই সাধারণ নাগরিকদেরকে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন করাচ্ছে সংগঠনটি। কার্যক্রমের উদ্বোধনের প্রথম দিনেই তাদের কাছে বিনামূল্যে নিবন্ধন করেছে পৌর এলাকার প্রায় দেড় শতাধিক ব্যক্তি।

‘আজাদমোড় সমাজসেবা সংগঠন’ এর সভাপতি আতিকুর রহমান বলেন, আমাদেও সংগঠনের সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে আমরা বিনামূল্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। নিবন্ধনের পাশাপাশি আমরা অনলাইন কপি প্রিন্ট করে বিনামূল্যে আমরা নিবন্ধনকারীদের হাতে তুলে দিচ্ছি। গণহাওে টিকা প্রদান কার্যক্রম সরকার যতদিন চালু রাখবে, আমরাও ততদিন বিনামূল্য অনলাইন নিবন্ধন কার্যক্রম চালু রাখব। এতে টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি এবং গণহারে টিকা প্রদান কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের ভোগান্তি কমবে।

তিনি আরো বলেন, গত দুই মাস আগে স্থানীয় অর্ধ শতাধিক যুবক এবং গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে আমরা সংগঠনটি তৈরি করেছি। সামাজিক কার্যক্রম চালানোই আমাদের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন :