ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫১ PM, ১৫ অগাস্ট ২০২১

Spread the love

মোঃ লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পরপরেই ঘোড়াঘাট থানা, ঘোড়াঘাট সরকারি কলেজ, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস এবং যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের আতোয়ার, দপ্তর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুটু, পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনূছ আলী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

আপনার মতামত লিখুন :