ঘোড়াঘাটে পাঁচতারা সংগঠনের উদ্যোগে এক হাজার বৃক্ষ রোপন
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ঘোড়াঘাটে সবুজ বনায়নের লক্ষ্যে এক হাজার বৃক্ষ চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঁচ তারা’র উদ্যোগে করতোয়া নদীর ধার ঘেঁষে এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন। দুই হাজার বৃক্ষ চারা রোপন করার লক্ষ্যে সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করেছে। প্রথম পর্যায়ে সংগঠনটি এক হাজার চারা রোপন করে।
এসময় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, আমরা প্রতিদিনই গাছ কেঁটে আমাদের পরিবেশ ধ্বংস করে থাকি। পরিবেশ রক্ষায় ও সবুজ দেশ গড়ার লক্ষ্যে পর্যাপ্ত বৃক্ষরোপন করা দরকার। আমি আশা করি এই সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি থেকে উৎসাহী হয়ে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলোও নিয়মিত বৃক্ষ রোপন করবে। আমাদের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
সংগঠনের সভাপতি আহসান হাবীব সাজু জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন এবং পরিত্যক্ত জলাশয় গুলোতে মাছের পোনা ছাড়ার লক্ষ্য নিয়ে তারা কিছুদিন আগে ‘পাঁচ তারা’ গঠন করেছে। পতিত জমি ও নদীর ধার ঘেঁষে তারা নিয়মিত বৃক্ষরোপন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব মিয়া, সংগঠনের উপদেষ্টা মানিক মিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

