ঘোড়াঘাটে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মমিনুর রহমান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এলাকাবাসীর ধারনা তাকে হত্যা করে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রাখা হয়েছিল।
পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনামুখি গ্রামের মহাসড়কের পাশে নিজ বাড়ি থেকে মমিনুরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মমিনুর মিস্টার আলীর ছেলে। সে পেশায় কৃষিকাজ করত।
নিহতের মামাতো ভাই রুবেল ইসলাম জানান, মমিনুরের ফুপা আব্দুস সালাম ও সৎ দাদি আমেনা বেগম গত মঙ্গলবার দুপুরে জোরপূর্বক ভাবে মমিনুরকে তার নিজ বাসায় আটকে রেখে পার্শ^বর্তী গ্রাম শৌলাতে খেলা দেখতে যান। পরে রাত ১ টায় রুবেল তার মামাতো ভাইকে দেখতে এসে দেখেন ঘরের দরজা জানালা সব বন্ধ। এসময় সে চিল্লাচিল্লি করে। পরে তিনি গ্রামবাসীর সহযোগীতায় ঘরের দরজা ভেঙ্গে দেখেন ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় মমিনুরের দেহ ঝুলে আছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা।

