ঘোড়াঘাটে তিনটি চোরাই গরু সহ গ্রেপ্তার ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২৬ AM, ২১ ডিসেম্বর ২০২১

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে তিনটি চোরাই গরু সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া গরু গুলোর বাজার মূল্যে আনুমানিক এক লাখ টাকা। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ছায়েদুর রহমান বাদী হয়ে দুজন সহ মোট তিন জনের বিরুদ্ধে একটি মামলা করেছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার পালশা ইউপির শালগ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলো, মৃত আবুল কাশেমের ছেলে আশরাফুল ইসলাম (৪২) এবং আব্দুল জব্বারের ছেলে জহুরুল ইসলাম (৩৫)। তারা দুজনেই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আশরাফুল ইসলামের বাড়িতে বেশ কয়েকটি চোরাই গরু আছে, এমন খবর পেয়ে সোমবার সকালেই সেখানে অভিযান চালায় পুলিশ। পরে আশরাফুলের বাড়ির গোয়াল ঘরে থাকা তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়। গরুগুলোর মালিকানা সম্পর্কে জানতে চাইলে, গ্রেপ্তার দুজন ক্রয়-বিক্রয়ের কোন রশিদ দেখাতে পারেনি। তারা দুজন জানায় যে, এসব চুরি করা গরু। ফলে তাদের কাছে গরু ক্রয় করার কোন রশিদ বা প্রমাণপত্র নেই।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, গ্রেপ্তার দুজন সহ পলাতক আরো এক আসামী একে অপরের যোগসাজসে দীর্ঘদিন থেকে চোরাই গরু কেনাবেচা করে আসছে। তারা বিভিন্ন গরু চোর দলের কাছে থেকে স্বল্প মূল্যে গরু ক্রয় করে এবং পরে তা বিভিন্ন বাজারে বিক্রি করত। এছাড়াও আসামী জহুরুল পেশায় গরুর মাংস বিক্রেতা (কসাই)। ফলে এসব চোরাই গরুর অধিকাংশই সে জবাই করে মাংস বিক্রি করত।

তিনি আরো বলেন, গ্রেপ্তার দুজন আসামীকে সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরো এক আসামীকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :