ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবক আটক
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী।
আটককৃতরা হলো, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জামেরিয়া পুটিহার গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে গোলাম রব্বানী জাহিদ (২০) এবং একই উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে ইসতিয়াক আহম্মেদ বিপ্লব (২০)।
অপরদুজন, ঘোড়াঘাট উপজেলার বেগুনবাড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাজিম হোসেন নাজমুল (২০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকশিচর গ্রামের মৃত নাদু শেখের ছেলে শফিকুল ইসলাম (২৫)।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক আবির দেবনাথ বলেন, শনিবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক সারোয়ার জাহানের সহযোগীতায় হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের ডুগডুগি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন দেশীয় অস্ত্র সহ কয়েকজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ ধাওয়া করে তাদের ৪ জনকে আটক করে এবং তাদের কাছে থাকা একটি হিরো মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৩৬-০৪১৪), একটি বোল্ড কাটার এবং ৪টি চাকু সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করে। পরে আটক যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী পালিয়ে যাওয়া আরও ৬ সঙ্গী সহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আসামীরা ডুগডুগিহাট বাজার এবং এর আশপাশের রাস্তার ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে শনিবার (২২ মে) সকালে
দিনাজপুরের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক অপর ৬ আসামীকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

