ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৯ PM, ০৬ এপ্রিল ২০২২

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আব্দুল করিম (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দামোদরপুর শৌলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার ইটাই আদর্শ গ্রামের মৃত কছিম উদ্দীনের এর ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত আব্দুল করিম ভাদুরিয়া বাজার থেকে মহাসড়ক দিয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আগত দিনাজপুর গামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬২১৪) এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলটি দুমরে মুচরে যায় এবং মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ আমরা উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :