ঘোড়াঘাটে চার জুয়াড়ীর ২ মাস কারাদণ্ড

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৩ PM, ১৮ এপ্রিল ২০২১

Spread the love

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে জরুরী সেবা ৯৯৯- এর সংবাদে চার জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই চার জুয়াড়ীকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় এক সচেতন ব্যক্তি জরুরী সেবা ৯৯৯-এ কল করে খবর দেন যে, ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়ারবাগ এলাকায় ভুট্টার জমিতে একদল জুয়াড়ী জুয়ার আসর বসিয়েছে এবং সেখানে হাজার হাজার টাকার লেনদেন হচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে চার জুয়াড়ীকে গ্রেপ্তার করে। সেখানে আরও ৪ থেকে ৫ জন জুয়াড়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে গ্রেপ্তার চার জুয়াড়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।

সাজাপ্রাপ্ত চার জুয়াড়ী হলো- ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিন নয়াপাড়া গ্রামের মনির মনির হোসেন (২৬), পশ্চিম নয়াপাড়া গ্রামের শরিফুল ইসলাম (২৭), কাদিমনগর গ্রামের ফেরদৌস মিয়া (৩৮) এবং জমিলাপুর গ্রামের দুলু মিয়া (৩৮)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, জুয়াড়ীদেরকে গ্রেপ্তারের পরপরই মোবাইলের কোর্টের মাধ্যমে জুয়া আইনে সাজাপ্রদান করেছেন ইউএনও।

রেববার (১৮ এপ্রিল) সকালে ওই ৪ জুয়াড়ী সহ ৬ জন আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জুয়াড়ীদেরকে গ্রেপ্তারে আমরা নিয়মিত কাজ করছি। আমাদের গোয়েন্দারাও তাদের বিরুদ্ধে নিয়মিত তথ্য সংগ্রহ করছে।

 

আপনার মতামত লিখুন :