ঘোড়াঘাটে কথিত সাংবাদিক দম্পতি ফেনসিডিল সহ গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ঘোড়াঘাটে কথিত সাংবাদিক দম্পতিকে ১৩৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ মে) সকাল ৭টার দিকে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বদর আরেফিন তেলের পাশ্পের সামন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে বিশেষ কায়দায় রাখা ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার দম্পতি, দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের মৃত লিয়াকত আলীর ছেলে মুন্না আলী (৪৪) ও তার স্ত্রী শাপলা বেগম (৩৫)। শাপলা বেগম নিজেকে দৈনিক সরেজমিন বার্তা, সত্যের বাণী ও হাওড় বার্তা পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
পুলিশ যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। এসময় পুলিশ একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলেও তারা না থেমে দ্রুত পালানোর চেষ্ট করে। পুলিশ তাদের পিছু ধাওয়াকালে বলাহার বাজারে স্থানীয় জনতা তাদের আটক করে। এসময় শাপলা বেগমের ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল এবং সিমেন্টের বস্তায় বিশেষ কৌশলে রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দম্পতি পেশাদার মাদক ব্যবসায়ী। কথিত সাংবাদিক শাপলা বেগমের বিরুদ্ধে এর আগে জয়পুরহাট-পাঁচবিবিসহ হাকিমপুরে তিনটি মামলা আছে। মাদক উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

