ঘোড়াঘাটে ইয়াবা সহ আটক ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৩ AM, ১৪ সেপ্টেম্বর ২০২১

Spread the love

মোঃ লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ গ্রাম হিরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দকৃত হিরোইনের বাজারমূল্যে প্রায় ৩০ হাজার টাকা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কশিগাড়ী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন, তারাজুল ইসলাম মন্ডল (২৬)। তিনি উপজেলার কশিগাড়ী সোনারপাড়া গ্রামের দিলজার আলী মন্ডলের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে আমরা হিরোইন সহ একজনকে আটক করতে সক্ষম হই। আটক আসামীকে মঙ্গলবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :