ঘোড়াঘাটে ইফতার সামগ্রী নিয়ে রাস্তায় পৌর যুবলীগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৯ PM, ১৯ এপ্রিল ২০২১

Spread the love

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে পৌর যুবলীগ।

বিকেলে পৌর যুবলীগের আহ্বায়ক মুরাদ মন্ডলের আয়োজনে রাস্তায় রাস্তায় প্যাকেটে মোড়ানো নানা পদের ইফতার সামগ্রী বিতরণ করেছে পৌর যুবলীগের নেতা-কর্মীরা।

বিকেল ৫টায় ঘোড়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পুরাতন বাজার-বাসস্ট্যান্ড সড়কে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন।

পরে ঘোড়াঘাট বাসন্ট্যান্ড, কালিতলা এবং আজাদমোড় এলাকায় ভ্যানচালক ও রিক্সা চালক সহ পথচারীদের মাঝে প্রায় ৩ শতাধিক প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেছে তারা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিংড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সৈয়দ মাহাবুবুর রহমান হীরক, সমাজসেবক ইঞ্জিনিয়ার ছাপ্পু, ওয়ার্ড যুবলীগ নেতা গোলাম রব্বানী সঞ্জু, আশরাফুল ইসলাম বুদারু প্রমুখ।

আপনার মতামত লিখুন :