ঘোড়াঘাটে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৩ AM, ০৯ অগাস্ট ২০২১

Spread the love

মো. লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ আগষ্ট) সকালে ঘোড়াঘাট থানা চত্বরে এই মহড়ার আয়োজন করেছে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন। মহড়ায় ঘরবাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার সহ পেট্রোলিয়াম জাতীয় পদার্থে আগুন লাগলে, তা নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল ও পদ্ধতি উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে দেখিয়ে দেন ফায়ার সার্ভিস সদস্যরা।

মহড়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্য সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ দেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এবং ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরী।

ফটো ক্যাপশন : দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নি নির্বাপন মহড়ায় পেট্রোলিয়াম জাতীয় পর্দাথে আগুন লাগিয়ে তা নেভানোর পদ্ধতি শিখিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা।

আপনার মতামত লিখুন :