ঘোড়াঘাটর পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৪ PM, ১১ অগাস্ট ২০২২

Spread the love

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোড়াঘাট ইউপির চেংগ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

নিহত শিশু দুটি হলেন, চেংগ্রামের মান্নান মিয়ার ছেলে আয়াত (৩) এবং ঠান্ডা মিয়ার ছেলে তানভীর হাসান (৪)। নিহত এই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।

পরিবার সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির উঠোনে খেলাধুলা করছিল। এ সময় তারা বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির পুকুরে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পায়।

স্থানীয়দের মাধ্যম দিয়ে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :