ঘোড়াঘাটে চালের ট্রাকে মিলল ৮০০ বোতল ফেনসিডিল, হেলপার আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৮ PM, ২০ মার্চ ২০২১

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে চাল বোঝাই ট্রাকে মিলল ৮০০ বোতল ফেনসিডিল। এসময় ট্রাকের হেলপার দিলদার আলীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর- আঞ্চলিক সড়কের কানাগাড়ী বাজার এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

আটক হেলপার দিলদার আলী ওরফে মোক্তাদুর রহমান (৩৬) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তুলশীপুর গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১৯ মার্চ) রাতে উপ-পরিদর্শক ফজলার রশিদ সঙ্গীয়ফোর্স সহ গোবিন্দগঞ্জ- দিনাজপুর আঞ্চলিক সড়কের কানাগাড়ী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিল। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২৪-৪০০৪) থামার সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। এরপর ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের পেছনের সিটের নিচ থেকে দুটি পাটের বস্তা এবং ট্রাকের কেবিনের ওপর বিশেষ কায়দায় লুকানো আরও দুটি পাটের বস্তা থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ঘোড়াঘাট থানা ওসি আজিম উদ্দিন বলেন, পলাতক ট্রাকচালক এবং ট্রাকের মালিক দীর্ঘদিন ধরে কৌশলে ধান, চাল, ভুট্টা ও সবজি পরিবহনের আড়ালে চোরাই পথে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কারবারি করে আসছিল। ট্রাকের মালিক একজন প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী। আটক হেলপারকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হবে এবং অপর দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :