গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্র মন্ত্রের পাতা খেলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মীরকুচি মদন তাইড় গ্রামে হয়ে গেল ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পাতা খেলা। খেলাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ।
শুক্রবার (৮ জানুয়ারি) শুক্রবার বিকেল ৪টায় শুরু হয়ে চলে সন্ধা ৬টা পর্যন্ত। ২ ঘন্টাব্যাপী চলা এ খেলায় অংশ গ্রহণ করে বিভিন্ন এলাকা থেকে আসা তান্ত্রিক দল। পাতারুপি মানুষকে তন্ত্রমন্ত্রে সম্মোহিত করে যে তান্ত্রিক দল যত বেশি তাদের নিজেদের দলে ভেরাতে পারে সেই দল বিজয়ী বলে গন্য হয়।
আজকের এই খেলায় ৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় গোলাপ বাগ “আদা রসুন পট্টির” ফরিদুল ইসলামের দল। উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজুর পৃষ্টপোষক্তায় খেলাটির আয়োজন করে অত্র এলাকার যুব সমাজ।
সভাপতির বক্তৃতায় ভাইস চেয়ারম্যান তাজু বলেন, যুব সমাজকে খেলা ধুলার প্রতি আকৃষ্ট করতেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

