গোবিন্দগঞ্জে ২২ কোটি টাকার চাল আত্মসাৎ, ১৯ জনের নামে দুদকের মামলা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৫ AM, ৩১ অগাস্ট ২০২১

Spread the love

নিজস্ব প্রতিবেদক;

জাল কাগজপত্রে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরসহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৬ আগস্ট) রংপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে গোবিন্দগঞ্জ উপজেলায় ধর্মীয় সভার অনুকূলে জিআর- এর বরাদ্দকৃত ৫ হাজার ৮২৩ মেট্টিক টন সরকারি চাল আসামিগণ পরস্পর যোগসাজশে জালিয়াতির আশ্রয়গ্রহণ পূর্বক প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জাল কাগজপত্র সৃজনের মাধ্যমে উত্তোলনপূর্বক কালোবাজারে বিক্রয় করে তৎকালীন সরকারি আর্থিক মূল্য ২২ কোটি ৩ লাখ ২১ হাজার ৫৯০ টাকা আত্মসাত করেন।

মামলার আসামীরা হলেন- ১. গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ২. ১ নং কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাহেদ হোসেন চৌধুরী, ৩. ২ নং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম (রফিক) ৪. ৩ নং শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহাজুল ইসলাম ৫. ৪ নং রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ সরকার।

৬. ৫ নং সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাকিল আলম, ৭. ৬ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. র. ম. শরিফুল ইসলাম জজ ৮. ৭ নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আতিক, ৯. ৮ নং নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের প্রধান, ১০. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আকতারা বেগম, ১১. ১০ নং রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহদাত হোসেন, ১২. ১১ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মোল্লা, ১৩. ১২ নং গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরীফ মোস্তফা জগলুল রশিদ রিপন।

১৪. ১৩ নং কামারদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রতন, ১৫.  ১৪ নং কোচাশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ১৬. ১৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল, ১৭. ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান, ১৮. ১৭ নং শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির হোসেন শামীম ও ১৯. গোবিন্দগঞ্জ কাউন্সিলর মো. গোলাপী বেগম।

আপনার মতামত লিখুন :