গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার থানোমোড়স্থ জাওয়াদ প্লাজা কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় ইফতার পুর্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, সাংবাদিক আলমগীর হোসেন,
জিল্লুর রহমান, সাজাদুর রহমান সাজু, আব্দুর রহিম, মুক্তার সরকার, শাহিন সরকার, মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, কাজি সেলিম, রতন, মোস্তাফিজুর রহমান, আমির খশরু মাহমুদ, ফুল মিয়া, সুলতান মাহমুদ ও ফিরোজ মাহমুদ প্রমুখ।
এর আগে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

