গোবিন্দগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
তৃতীয় ধাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় সুষ্ঠু ও শাস্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টায় শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন প্রার্থী। এছাড়া কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট কেন্দ্র ১৫টি, মোট ভোটার পুরুষ ১৪ হাজার ৬শ’ ৭৪, নারী ভোটার রয়েছে ১৫ হাজার ৩শ’ ৫জন।

