গোবিন্দগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৬ PM, ১২ মার্চ ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। গত ১১ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারী গোবিন্দগঞ্জ থানা বিএনপির রেজানুল হাবীব রফিককে আহবায়ক ও ফারুক কবির আহমদকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ড. ময়নুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল এ কমিটির অনুমোদন দেন।

গত ৬ মার্চ সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল।

আপনার মতামত লিখুন :