গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালিন চিকিৎসা সরঞ্জাম প্রদান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০০ PM, ২৭ মে ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাইকার অর্থায়নে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১০ লাখ টাকা মুল্যের স্বাস্থ্য সরঞ্জাম প্রদান করা হয়েছে।

বৃহঃপতিবার (২৭ মে) দুপুরে উপজেলার কনফারেন্স রুমে এসব স্বাস্থ্য সামগ্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।স্বাস্থ্য সরঞ্জামের মধ্যছিল অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও অক্সি মিটার সহ ৭টি আইটেম।

এতে প্রধান অতিথী হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।বিষেশ অতিথী হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,শাখাহার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাহাজুল ইসলাম ভুট্টু, সাবেক জেলা যুবলীগের সহ সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পি ও সংসদ সদস্যের পিএ খাইরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :