গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার মাহফিল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০৩ PM, ২৫ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইস্তেকুর রহমান সরকার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :