গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উম্মুক্ত বাজেট পেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৯ PM, ১০ জুন ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে বাজেট সম্মেলন অনুষ্ঠিত হয়।

উম্মুক্ত বাজেট আলোচনায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন ভার্চুয়ালী বক্তব্য দেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাকিলা বেগম, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

বাজেট অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক, সাস্কৃতিক ও সূধীজনসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ আলোনায় অংশ গ্রহন করেন।৭ কোটি ২৬ লাখ ১০ হাজার ৫শ’ ২১ টাকা বাজেট পেশ করা হয়।

আপনার মতামত লিখুন :