গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪২ AM, ৩০ অগাস্ট ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্ব-পরিবারের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ সাখাওয়াত হোসেন শফিক।

আলোচনা সভায় ১৫ই আগষ্টে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দেস আলী প্রধান বাদুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক, ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য প্রভাষক সাখাওয়াত উল্লা সাকু ও সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলামসহ জেলা- উপজেলার নেতৃবৃন্দ।

সভায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাজী মোঃ জাকারিয়া ইসলাম প্রধান জুয়েল, আনোয়ারুল ইসলাম বিরু, আলতামাসুল ইসলাম প্রধান শিল্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, আবু সুফিয়ান মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদুসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা- ১৯৭৫ এর ১৫ই আগষ্ট সেই কালরাতে ঘাতকের হাতে নিহত বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্ণেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক, প্রায় একই সময়ে় ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তাঁর অন্ত:সত্তা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খান সহ সকল শহীদদের শোক ও শ্রদ্ধায় স্মরণ করে।

বক্তারা ১৫ই আগষ্টের পথভ্রষ্ট ঘাতকদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিকামনা করেন। সেই সাথে ১৫ই আগষ্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে উন্নত বিশ্বের পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীতে জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সকল অন্যায়কে বিনাশ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভা শেষে ১৫ই আগষ্টে নিহতদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর নিকট ১৫ই আগষ্টের শহীদদের আত্মার চিরশান্তি ও বেহেস্তের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :