গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে ইফতার মাহফিল ও দোয়া  

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫৩ PM, ২৩ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আতাউর রহমান সরকার ও উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও জনগণের মঙ্গল কামনা করা বিষয় দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :