গোবিন্দগঞ্জ উপজেলায় দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৪ AM, ২৭ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে মরন ব্যাধী ক্যান্সার সহ ৫ টি দুরারোগ্য মরন ব্যাধী রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বিডি হলে সমাজ সেবা অফিসের আয়োজনে ৫৫ জন রোগীর মাঝে পঞ্চাশ হাজার টাকা করে মোট সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক হন্থান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে মোবাইল কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ সকল সুবিধাভোগি উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :