গোবিন্দগঞ্জ অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার, পরিচয়দানে সহায়তা করুন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাপমারা ইউনিয়নের হরিপুর নামস্থানে পাকা রাস্তার পাশ থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
এলাকাবাসী জানান, অজ্ঞাত এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএস আই তরুণ নাম অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, বিকালে স্থানীয়রা থানায় খবর দিলে অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দিনের কোন একসময় কে বা কারা তাকে অচেতন করে উক্ত স্থানে রাস্তার পাশে ফেলে রেখে যায়। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
কেউ এই ব্যক্তিকে চিনে থাকলে অনুগ্রহ করে গোবিন্দগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বলা হলো। ওসি- ০১৩২০১৩২৪৮০
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে চেতনা নাশক কোন কিছু খাওয়ানো হলে সে অজ্ঞান হয়ে পড়ে। তবে তার জ্ঞান ফিরতে সময় লাগবে।

