গোবিন্দগঞ্জে ৭৫টি পরিবার পেল সেনাবাহিনীর খাদ্য সহায়তা  

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৩ AM, ২৮ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে চলমান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্যদ্রব্য বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, ৬৬ পদাতিক ভিডিশনের ৩২ ফিল্ড রেজিমেন্ট আটিলারীর ক্যাপ্টেন মো. মাহীর মাহবুব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।

সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলার ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে ১০ কেজি সহ বিভিন্ন ধরণের খাদ্যদ্রব্য সহায়তা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :