গোবিন্দগঞ্জে ৬৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ৪ নারী
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় ৬৫ বোতল ফেনসিডিলসহ ৪ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম সঙ্গীয়ফোর্স সহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাঁধন পাম্পের সামনে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দিনাজপুর জেলার বিরামপুর জগন্নাথপুর শালমারা এলাকার বাসিন্দা এমদাদুলের স্ত্রী আমেনা বেগম (৩৫) ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হারেছা বেগম ও সবুজ ইসলামের স্ত্রী আছছুরা বেগম সহ ৩জনের কাছ থেকে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে, ওই রাতে উক্তস্থানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাবিল পরিবহনের অপর একটি বাসে তল্লাশি চালিয়ে দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিনগর চকপাড়া গ্রামের বাসিন্দা শহিদ মিয়ার মেয়ে মনি বেগমের (২১) নিকট থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনায় ৪ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা শরীরে ও উরুতে বিশেষ কায়দার বেঁধে ফেনসিডিল গুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

