গোবিন্দগঞ্জে ৬তলা মসজিদ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪০ PM, ০২ নভেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজার জামে মসজিদের ৬তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) প্রধান অতিথী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

এসময় মহিমাগঞ্জ বাজার জামে মসজিদ নির্মাণ কমিটির আহবায়ক আলহাজ্ব নাজির হোসেন প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহতারাম এবাদুর রহমান, গাইবান্ধা জেলা জমঈয়তে আহলে হাদিসের সভাপতি সাবেক অধ্যক্ষ ইদ্রিস আলী, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভাঃ অধ্যক্ষ ড. মোকলেছুর রহমান, ডা. আকতারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু রায়হান চৌধুরী, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, মহিমাগঞ্জ মহাবিদ্যালয় ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জিয়াউল হক, কৃষিবিদ মশিউর রহমান বাবলু, সারিয়াকান্দী ডিগ্রি কলেজের উপধ্যাক্ষ আসলাম, অত্র মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও অত্র মসজিদের ইমাম নুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :