গোবিন্দগঞ্জে ৬টি অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার হাসপাতাল রোডস্থ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে ৬টি ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তুহিন হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিথি সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারগুলো হলো- দেশ ডায়াগনষ্টিক সেন্টার, শামিমা আলট্রাসনো এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার, আরোগ্য ডায়াগনষ্টিক সেন্টার, বিসমিল্লাহ্ ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ও জনতা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তুহিন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমোদনহীন কয়েকটি ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। সেইসাথে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

