গোবিন্দগঞ্জে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৬ PM, ০৩ ডিসেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

‘মানবতার সমাজ গড়ি’ এই স্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ দারুল উলুম হাফিজিয়া এতিমখানা ও সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার হরিণমারী সাঁওতালপল্লীতে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বি.এস.আর.এম কোম্পানির সহযোগিতায় শনিবার (৩ ডিসেম্বর) লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের উদ্যোগে সাহেবগঞ্জ ও হরিণমারীতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

ওইসব শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু পিডিজি, বি.এস.আর.এম উত্তরবঙ্গ জোনাল হেড সেল্স লায়ন মোস্তাফিজুর রহমান, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা আহছানুল হক দুলাল, ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হোসেন পিন্টু, রি-জোন চেয়ারপার্সন লায়ন হাসনাত জাহান সুইটি, সেক্রেটারি লায়ন একরাম হোসেন, লায়ন অধ্যক্ষ ছামিউল আলম রাসু, লায়ন তুষার, লায়ন সৈয়দ সোহেল লিটন এবং লিও সভাপতি ফয়সাল রহমান, লিও সরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :