গোবিন্দগঞ্জে চোরাই গরু উদ্ধার, আটক ৪

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০১ AM, ০৯ জানুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের সাইফুল ইসলামের বাড়ী থেকে গরুগুলো উদ্ধার করা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা সাইফুল এবং মোসলেম মন্ডলের বাড়ী ভাংচুর করে। এ ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের আফজাল সরকারের ছেলে রফিকুল ইসলাম (২৮), আমজাদ মন্ডলের ছেলে মোসলেম মন্ডল (৩২), মুনছের মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪৮) ও তার ছেলে আরিফ মন্ডল (২৫)।

স্থানীয়রা জানান, গরুগুলো পার্শ্ববর্তী এলাকা থেকে চুরি করে এনে সাইফুল ইসলামের বাড়িতে রেখেছিল। গরুর মালিক খোঁজাখুঁজির একপর্যায়ে ওই বাড়িতে চুরি যাওয়া গরুর সন্ধান পান। এরপর থানায় খবর দিলে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৪টি গরু উদ্ধারসহ ৪জনকে গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু উদ্ধারসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :