গোবিন্দগঞ্জে ৩দিন ব্যাপী তাবলীগের জেলা ইজতেমায় ফ্রি মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা। উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ময়দানে বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। দলে দলে ধর্মপ্রাণ মুসল্লীরা ইজতেমায় উপস্থিত হয়েছেন।
তাবলীগের এক মুরব্বী জানালেন, প্রায় ৫০ হাজার দেশি বিদেশী মুসল্লী এই ইজতেমায় অংশ নিচ্ছেন।
ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সাথিরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিবিড় পর্যবেক্ষণের জন্য বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, দুর-দুরান্ত থেকে আসা ইজতেমায় মুসল্লিদের ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থা সহ বিদেশীদের নিরাপত্তার জন্য গোয়েন্দা নজরদারী রয়েছে। নিরাপত্তার বিষয়ে সবসময় সজাগ রয়েছে প্রশাসন। সম্পূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে।
এদিকে, উপজেলার বাগদা বাজারস্থ এস. আলম ফার্মেসীর সহযোগিতায় জেলা ও দেশ-বিদেশ থেকে আসা মুসল্লীদের সেবা নিশ্চিত করতে ৩দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি এ ফ্রি ক্যাম্পের আয়োজন করে। শনিবার আখেরী মোনাজাতে মধ্যদিয়ে শেষ হবে এই ইজতেমা।
ডাক্তার মো. কাওছার মিয়া ও মো. তোজাম্মেল হক এই ক্যাম্পে ফ্রি সেবা দিচ্ছেন।
এস. আলম ফার্মেসীর সত্ত্বাধিকারী অধ্যক্ষ ছামিউল আলম রাসু জানান, জেলা ইজতেমায় আসা জেলা ও দেশ-বিদেশ থেকে আসা মুসল্লীদের সার্বক্ষণিক সেবা দেয়া হচ্ছে। এখানে আরো অন্যান্য সংস্থা থেকেও এ সেবা দিচ্ছেন। চেকআপের পাশাপাশি তাদেরকে ওষুধও সরবরাহ করা হচ্ছে।

