গোবিন্দগঞ্জে ২১ আগষ্ট শোক দিবস উপলক্ষে প্রতিবাদ-শোকসভা ও দোয়া
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২১ আগষ্ট শোক দিবস
উপলক্ষে প্রতিবাদ-শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২১ আগস্ট) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন রুমি, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল আলম হিরু, শাহ আলী চৌধুরী রকি, ইকবাল লোহানী,উপজেলা ছাত্রলীগের যুগ্নঃ আহবায়ক রাজু সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ আলী, জেলা ছাত্রলীগের উপ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহাসীন আলী প্রধান, জেলা ছাত্রলীগের সদস্য সোহাগ মাহী, জেলা ছাত্রলীগের সদস্য সজিব ও গোবিন্দগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক শামীম প্রধান প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ-পৌর আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

