গোবিন্দগঞ্জে ১৮০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১৮০ বোতল ফেনসিডিল সহ সাইদুর রহমান (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মা এন্টার প্রাইজের একটি যাত্রীবাহি বাসে গোবিন্দগঞ্জ-বগুড়া মহাসড়কে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে বাসের যাত্রী সাইদুর রহমানের কাছে থাকা বিশেষ কায়দায় রাখা জারকিনের ভেতর থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুর রহমান লালমনিরহাট হাতিবান্দা থানার গন্ডিমারি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ কায়দায় ফেনসিডিলগুলো জারকিনের ভেতরে করে নিয়ে যাচ্ছিল আসামি সাইদুর। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। আসামির সাইদুরের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

