গোবিন্দগঞ্জে ১৫৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৫৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-রংপুর মহাসড়কের থানামোড়ে অভিযান চালায়। এসময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পলাশবাড়ী এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ১০০ বোতল ফেনসিডিলসহ সাজু মিয়া নামের যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবক ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈল হিন্দুপাড়া গ্রামের ইসহাক মিয়া ছেলে। অপর দিকে, একই দিন রাত ১০টার দিকে পৌরশহরের খলসী গ্রামের একটি বাড়ি অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় বাড়ীর সবাই পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। উভয় ঘটনায় আসামীদের বিরুদ্ধে আলাদা দুটি মাদক মামলা করা হয়েছে।

