গোবিন্দগঞ্জে ১৩ টন চোরাই রড উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৪ PM, ৩১ অগাস্ট ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৩ টন চোরাই রড উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার পানিতলা এলাকার মা ও ঝরনা ট্রেডিং হাউস থেকে রডগুলো উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাকটি জব্দ করে পুলিশ।

জানা গেছে, বগুড়ার আদমদিঘি কৈইকুড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন গাজীপুর থানাধীন মৌচাক এলাকার তেলিচারা মেট্রোসিম ইস্পাত লিঃ এ ট্রান্সপোর্টের মাধ্যমে গত শনিবার রাত ৩টার দিকে ভাড়াকৃত (বগুড়া-ট- ১১-১০১৩) ট্রাকে ১৩ টন রড লোড দিয়ে পাবনার কাশিনাথপুর মোহাম্মদ এন্ড সন্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেন। কিন্তু চালক উক্ত গন্তব্যে রড পৌঁছে না দিলে ট্রান্সপোর্টে যোগাযোগ করেন মোয়াজ্জেম হোসেন।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার ভোর ৫টার দিকে গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহয়তায় উপজেলার পানিতলা এলাকার মা ও ঝরনা ট্রেডিং হাউস থেকে রডগুলো উদ্ধার করা হয়। এসময় চালক বগুড়ার নিশিন্দারা এলাকার দশটিকা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমানকে আটক সহ (ঢাকা-মেট্রো-ট-২০-৪৮৩৫) ট্রাকটি জব্দ করে পুলিশ।

এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে ৫ জন নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭১, তারিখ- ২৯ আগষ্ট ২২ খ্রীঃ।

মামলার আসামীরা হলেন- উপজেলার পানিতলা এলাকার মা ও ঝরনা ট্রেডিং হাউস- এর স্বত্তাধিকারী উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের এসএম সোবহান বাদশার ছেলে ফয়সাল হাসান (৩২), নওগাঁ প্রভুরামপুর গ্রামের মৃত লেবু হাজির ছেলে বায়েজিদ (৪০), পানিতলা কচুয়া গ্রামের এসএম সাবের বাদশার ছেলে (স্বাধিন (৩৮) ও সালাম মিয়া (৩৫) অজ্ঞাতনামা। উক্ত রডের বাজার মূল্য ১২ লক্ষার্ধিক টাকা।

রাজাহার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল হাসান ইতিপূর্বে মাদক সেবনের দায়ে তার পদ থেকে বহিস্কৃত হন।
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই রডসহ ট্রাক চালককে আটক করা হয়েছে। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়। মামলা দায়েরের পর অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের জোর চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :