গোবিন্দগঞ্জে হ্যালো এইচপি (Hello HP) অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন
স্টাফ রিপোর্টার;
পুলিশ জনগণের বন্ধু। জনগণের বিপদে আপদে পাশে থাকাই পুলিশের কাজ। প্রয়োজনে মানুষকে দূরদূরান্ত যেতে হয়। আর পথচারী জনগণের সেবা প্রদানের লক্ষ্যে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করে আসছেন। পথে পথে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশের মাধ্যমে অনলাইন সেবা অ্যাপস হ্যালো এইচপি (Hello HP) চালু করেছে। গোবিন্দগঞ্জে বগুড়া রিজিয়ন, গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের আয়োজনে Hello HP অ্যাপসের কার্যক্রম উদ্বোধন করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে Hello HP অ্যাপস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হরেশ্বর।
এতে বিশেষ অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও কামারদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌকির হাসান রচি।
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টারে দায়িত্বরত হ্যালো এইচপি অ্যাপস এক্সপার্ট এএসআই এমদাদুল হক Hello HP অ্যাপসের বিভিন্ন উপকারী দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে তারা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও আলোচনা সভায় অংশগ্রহণ করে বিভিন্ন বক্তা বাংলাদেশ ডিজিটালাইজেশনের মাধ্যমে এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা করেন। হাইওয়ে পুলিশের সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে দ্রুত পৌঁছে দেওয়াই Hello HP অ্যাপসের প্রধান কাজ। ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়ে তারা বলেন ব্যবহারকারীর সম্পূর্ণ তথ্য বাংলাদেশ পুলিশের সংরক্ষণেই থাকবে আর এ তথ্য পাচার হওয়ার কোন সম্ভাবনা নেই।

