গোবিন্দগঞ্জে হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিহত ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৮ AM, ১৮ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কুপা গ্রামের শাহজাহান আলীর ছেলে আব্দুল্যাহ (১৮), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিব (১৭) ও সোবহানপুর গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে সুমন (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু দাড়িদহ থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারের উদ্দেশে যাচ্ছিল। এসময় গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা-রাজাবিরাট সড়কের একঢালা বটতলা নামকস্থানে চালক হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন বন্ধু রাস্তার পাশে ছিটকে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, তিন বন্ধু একই মোটরসাইকেলে যাচ্ছিল। রাস্তা ফাকা পেয়ে চালক হ্যান্ডেল ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাইলফলকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুইজন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।

আপনার মতামত লিখুন :