গোবিন্দগঞ্জে হত্যা মামলার আসামী ঢাকায় র্যাবের হাতে গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার পলাতক তিন আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে র্যাব-১ এর সদস্যরা গ্রেপ্তারের পর আসামীদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামাড়া গ্রামের মৃত. মওলা সরকারের ছেলে আব্দুল মান্নান (৬০), মৃত. বাবুল মন্ডলের ছেলে নাজমুল ইসলাম (২৮) ও ইনছের আলীর ছেলে আইনুল হক (৩৫)।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারী শালমারা ইউনিয়নের ঘুগাগাড়ামারা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রসসস্ত্র নিয়ে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর জখম হয় মছির উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৬৫)।
এসময় তার ছেলে গাইবান্ধা বার এ্যাসোসিয়েশনের সদস্য এ্যাড. সাজু ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের শিক্ষানবীশ আইনজীবী আব্দুর রশিদ এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরেও হামলা করে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান হাফিজার।
গত ২৩ জানুয়ারী মৃত হাফিজার রহমানের আরেক ছেলে রাজু মিয়া বাদী হয়ে ওই গ্রামের ইউপি সদস্য শাহজাহান আলী, আইনুল ইসলাম, ঠান্ডা মিয়া, নাজমুল, মান্নান সহ ১৬ জনের নামে মামলা দায়ের করেন।
আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর এলাকা থেকে র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে ওই হত্যা মামলার অন্যতম আসামী মান্নান, নাজমুল ও আইনুলকে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

