গোবিন্দগঞ্জে হত্যা মামলায় বগুড়ার ইউপি চেয়ারম্যান কারাগারে
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিমুল (৩০) নামের এক যুবককে হত্যা মামলায় বগুড়ার শিবগঞ্জ বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার গাইবান্ধা জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এর আদালতে হত্যা মামলায় জামিন নিতে গেলে বিচারক মহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাইবান্ধা আদালতের পরিদর্শক (কোর্ট) তোফাজ্জাল হোসেন ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে বিহার ইউপি চেয়ারম্যানের হাজিরা ছিল। হাজিরায় জামিনের আবেদন করলে না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন বিচারক।
এর আগে ওই মামলায় মহিদুল জামিনে ছিলেন। গাইবান্ধার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলা তদন্ত করছে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর শিমুল বগুড়ায় একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ী ফেরার পথে অপহরণ হন। পরে অপহরণকারীরা তাকে হত্যা করে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর নামক এলাকায় রাস্তা পাশে বস্তাবন্দি অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠায়।
নিহত শিমুলের ভাই বিহার ইউপি সদস্য রায়হান জানান, শিমুল সকালে বগুড়ার আদালতে হাজিরা দিতে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওইদিন (সোমবার) সন্ধ্যার দিকে তিনি মরদেহ উদ্ধারের সন্ধান পান।
রায়হানের বরাতে বগুড়া শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানিয়েছিলেন, শিমুল আদালতে সাক্ষী দিয়ে আসার পথে টেংরা বাজার এলাকায় বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুলের সঙ্গে দেখা হয়। পরে মহিদুল শিমুলকে নিয়ে যান। এরপর সন্ধ্যার দিকে তার মৃতদেহ পাওয়ার খবর আসে। হত্যার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়। মামলাটি পিবিআই তদন্ত করছে।

